আজ ০২ সেপ্টেম্বর তাঁর ৩৩তম মৃত্যুবার্ষিকী।
ডা. মোহাম্মদ জাহেদের জন্ম ১৯২৮ সালের ১লা মার্চ ফরিদপুরের বিল মামুদপুরে আর মৃত্যু হয়েছে ১৯৯০ সালের ২রা সেপ্টেম্বর।
কর্মি ও সংগঠক হিসেবে মহান ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। ফলশ্রুতিতে ১৯৫২র ২১শে ফেব্রুয়ারির পরের নির্বাচনেই ছাত্র-ছাত্রীদের বিপুল সমর্থন নিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি নির্বাচিত হন (১৯৫২-৫৩)। পরবর্তী সময়ে। তিনি চলমান ভাষা আন্দোলনসহ সকল প্রগতিশীল ছাত্র-গণ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
ডা. জাহেদ উচ্চবেতনের সরকারি চাকরির নিশ্চিত জীবন ছেড়ে ফরিদপুরে এসে দু;স্থ দরিদ্র জনগণের চিকিৎসা সেবায় ব্রতী হন। তিনি ফরিদপুরের চিকিৎসক, তরুণ অধ্যাপক সাংবাদিক ও সমাজকর্মীদের নিয়ে ফ্রি সানডে ক্লিনিক প্রতিষ্ঠা করেন। এটিই ধীরে ধীরে পরিণত হয় ফরিদপুর শিশু হাসপাতালে (বর্তমানে ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল)।
ফরিদপুরে রেডক্রস সমিতি, ডায়াবেটিক সমিতি বর্তমানে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল ও মেডিকেল কলেজ), অন্ধকল্যান সমিতি (বর্তমানে ফরিদপুর চক্ষু হাসপাতাল) প্রভৃতি প্রতিষ্ঠান গড়ে তোলায় ও পরিচালনায় তাঁর ছিলো অগ্রপথিকের ভূমিকা। প্রতিষ্ঠানগুলির বর্তমান পরিণত রূপ তিনি দেখে যেতে পারেননি। তাঁর বন্ধু ও সহযোগীরা তাঁর স্বপ্ন ও বিপুল জনমানুষের আকাঙ্ক্ষার সম্প্রসারণ ও বাস্তবায়ন সম্পন্ন করেছেন।
আজ ৩৩তম মৃত্যুবার্ষিকীর দিনে গভীর শ্রদ্ধা জানাই এই মহৎপ্রাণ কৃতি পুরুষের প্রতি।
Ref. Babul Ashraf FB colletion