বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল ১১টায় শহরের এডাব নড়াইল শাখার সচিবালয় স্বাবলম্বী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এডাব নড়াইল জেলা শাখার সভাপতি ও নড়াইল নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কোহিনূর আক্তার।
সভার শুরুতে বিগত বছরে নড়াইল জেলাসহ এডাবের সদস্য সংগঠনের যেসব ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তাদের শোক প্রস্তাব গ্রহণ এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর এডাব নড়াইল শাখার সহ-সভাপতি ও নিউ লাইফ ফাউন্ডেশন অব বাংলাদেশ এর নির্বাহী পরিচালক রোজালিন নন্দীতা বোস বিগত বছরের কার্যবিবরণী পাঠ করে শোনান।
এ সময় অন্যান্যের বক্তব্য রাখেন, এডাব সদস্য সংগঠন স্বাবলম্বী’র নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান, আশার আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফরোজা, এডাব নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও সিকদার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনজুরুর রহমান পান্নু প্রমুখ।