• 08 Sep, 2024

এবার প্রধান কোচের ভূমিকায় ডুমিনি

এবার প্রধান কোচের ভূমিকায় ডুমিনি

জেপি ডুমিনিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) ফ্র্যাঞ্চাইজি শারজাহ ওয়ারিয়র্স।

বিদেশি কোনো লিগে এবারই প্রথম প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে ডুমিনিকে। তবে এর আগে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টিতে পার্ল রয়্যালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচিং পেশায় মনোযোগ দেন ডুমিনি। অবসরের পর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট দল বোল্যান্ড রকসের প্রধান কোচের দায়িত্ব পান। এর আগে জাতীয় দল ও লায়ন্সের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেন তিনি।

৪০ বছর বয়সী সাবেক ক্রিকেটার এখন সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ। গত বছরের শেষ দিকে এ দায়িত্ব পান তিনি।

২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেন ডুমিনি। ৪৬ টেস্ট, ১৯৯ ওয়ানডে ও ৮১ টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি দক্ষিণ আফ্রিকার জার্সিতে। ২০২০ সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দেন এই অলরাউন্ডার।