• 12 Sep, 2024

বরকত হত্যাকারীদের ফাঁসির দাবীতে নড়াইলে মানববন্ধন

বরকত হত্যাকারীদের ফাঁসির দাবীতে নড়াইলে মানববন্ধন

নড়াইলের লোহাগড়া থানার দক্ষিণ পাংখারচর গ্রামের দলিল লেখক এসএম বরকত আলী (৬০)র নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের ফাঁসির দাবীতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় নড়াইল আদালত চত্বরে ভুক্তভোগি পরিবারের লোকজনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

মানববন্ধন চলাকালে বরকত আলীর হত্যাকারীদের ফাঁসি দাবী জানিয়ে বক্তব্য রাখেন তার স্ত্রী ফাতেমা, মেয়ে ফারজানা, আপন ভাইগ্নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমান, রুনা লাইলা প্রমুখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী জাহিদুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা দেশের সকল শ্রেণিপেশার মানুষের ন্যায্য অধিকার। তিনি বলেন এস এম বরকত আমার আপন মামা। আমরা আমাদের পরিবার ও প্রতিবেশিদের নিয়ে এখানে আমার মামার হত্যার সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করছি। এমন সময় আমার মামা বরকত হত্যার আসামী আইয়ুব আলীর মেয়ে ও আসামী আমিন ও মহব্বতের বোন নাদিরা মোবাইল ফোন দিয়ে মানববন্ধনের ভিডিও ধারণ করতে দেখা যায়। একপর্যায় আমাদের লোকজনদের উপর ওই মহিলা উত্তেজিত হয়ে তেড়ে উঠে এবং মানববন্ধনে বাধা দেয়। এ বিষয়টিও প্রশাসনকে খতিয়ে দেখার অনুরোধ করেন তিনি।  

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া থানার দক্ষিণ পাংখারচর গ্রামের আলফু শেখের ছেলে দলিল লেখক এসএম বরকত আলী (৬০) ওরফে সাহেব শেখ। তাকে গত ২৯ আগষ্টে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে হত্যা হয়। এ হত্যাকান্ড ঘটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে। হত্যাকান্ড ঘটনার দিন পাংখারচর চরপাড়ায় সমাজ কল্যাণ ফাউন্ডেশন ক্লাব ঘরে জমিজমা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বসাবসি হয়। শালিস মিমাংশায় কথাবর্তাকালে সেখানকার পরিস্থিতি উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হয়। এমতাবস্থায় এসএম বরকত বাড়ীর দিকে ফিরে যাচ্ছিলেন। পূর্বশত্রুতার জেরে পথিমধ্যে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লোহাগড়া থানায় এজাহার দায়ের করলে হত্যা মামলা রুজু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়ার  নেতৃত্বে ২১ সেপ্টেম্বর ভোর রাতে ডিএমপি ঢাকা, মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি শফিক মোল্যা, শফি দাই (৩৫), পিতা- এমারত হোসেন মোল্যা, ভৈনো দাই এবং মোঃ আমিন মোল্যা, আমিন দাই (২২), পিতা- আয়ুব আলী মোল্যা, উভয় সাং- দক্ষিণ পাংখারচর (চরপাড়া), থানা- লোহাগড়া, জেলা- নড়াইলদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয় লোহাগড়া থানা পুলিশ। আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।