চীনে কয়লা খনিতে ভয়াবহ আগুন, নিহত ১৬
চীনে একটি কয়লা খনিতে ভয়াবহ আগুন লেগে ১৬ জন নিহত হয়েছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে ওই কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ব্রাজিলের কট্র-ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে বুধবার পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি তার উত্তরসূরি লুইজ ইনাসিও লুলা ডি সিলভাকে ক্ষমতায় বসতে বাধা দেয়ার কথা অস্বীকার করেছেন।
রাজধানী ব্রাসিলিয়ায় ফেডারেল পুলিশ অফিসে প্রায় তিন ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বলসোনারো সাংবাদিকদের বলেন, লুলাকে বাধা দেওয়ার কোনো পরিকল্পনাই তার ছিল না। খবর এএফপি’র।
বোলসোনারোর মিত্র, সিনেটর মার্কোস ডো ভ্যাল, ফেব্রুয়ারিতে সাংবাদিকদের বলেন, তিনি তৎকালীন প্রেসিডেন্টের সাথে একটি বৈঠকে যোগ দেন। ওই বৈঠকে গত বছরের নির্বাচনে জয়লাভ করার পর বামপন্থী লুলাকে ক্ষমতা নেওয়া থেকে বিরত রাখার জন্য একটি পরিকল্পনা করা হয়।
ডো ভ্যালের মতে, অভিযুক্ত পরিকল্পনাটি সুপিরিয়র ইলেক্টোরাল ট্রাইব্যুনালের (টিএসই) সভাপতি আলেকজান্দ্রে দে মোরেসকে কিছু আপোষমূলক কিছু বলতে রেকর্ড করে ছেড়ে দিতে বাধ্য করে।
বোলসোনারোর সমর্থকরা লুলার পক্ষে নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ করার জন্য ডি মোরেসের বিরুদ্ধে অভিযোগ করেন। ডো ভ্যালে প্রাথমিকভাবে দাবি করেন বলসোনারোই সেই পরিকল্পনাটি উপস্থাপন করেন। তবে পরের ঘটনাগুলোর কিছুটা পরিবর্তন করে বলসোনারো বৈঠকের সময় নীরব ছিলেন।
সাবেক প্রেসিডেন্ট বুধবার বলেন, ‘কিছুই মোকাবিলা করা হয়নি। প্রায় ২০ মিনিটের ওই বৈঠকে কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা হয়নি।’ বলসোনারোর আইনজীবী ফ্যাবিও ওয়াজনগার্টেন বলেন, বৈঠকে কোনো ষড়যন্ত্র বা অভ্যুত্থান নিয়ে আলোচনা হয়নি এবং ডি মোরেসের নাম আসেনি।
এই বছর চতুর্থবারের মতো বলসোনারোকে সৌদি আরব থেকে দেশে আসা একটি জাল কভিড-১৯ ভ্যাকসিন সনদপত্রের দাবি এবং হীরার গয়নাসহ বিভিন্ন অভিযোগ তদন্তে পুলিশের কাছে বিবৃতি দিতে হয়।
চীনে একটি কয়লা খনিতে ভয়াবহ আগুন লেগে ১৬ জন নিহত হয়েছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝো প্রদেশে ওই কয়লা খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলাদেশসহ ৩১টি ‘বন্ধুসুলভ ও নিরপেক্ষ’ দেশকে রুশ মুদ্রা রুবলে লেনদেনের অনুমতি দিয়েছে রাশিয়ার সরকার। শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার রুশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
অধিকৃত পশ্চিম তীরের এক শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ইসলামপন্থী গোষ্ঠী হামাসের এক যোদ্ধাসহ দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। রোববার পশ্চিম তীরের জরুরি সেবাবিষয়ক কর্মী ও হামাসের সদস্যরা ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।