• 28 Apr, 2024

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আপডেট সংবাদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আপডেট সংবাদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (নভেম্বর ১৮) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দীন আহমদ। ২১ নভেম্বর ২০২৩ মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। অনলাইনেও পাওয়া যাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম। সেজন্য আওয়ামী লীগ ঝসধৎঃ ঘড়সরহধঃরড়হ অঢ়ঢ় নামে একটি অ্যাপ চালু করেছে। গুগল প্লেস্টোর অথবা ওঙঝ অ্যাপ-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।

এদিকে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে এ দলের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ প্রতিটি জেলা ও মহানগর ইউনিটকে ভোটকেন্দ্রভিত্তিক টিম গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সত্ত্বরই এসব টিমকে প্রশিক্ষণও দেওয়া হবে। ১৭ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগর ইউনিটগুলোকে কেন্দ্রভিত্তিক এসব টিম গঠনের নির্দেশ দেয় সংগঠনটি।  

এদিকে গত বুধবার ১৬ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন সূত্র মতে বাংলাদেশে দেশে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ১৭টি দলই এই তফসিলকে প্রত্যাখ্যান করেছে। তফসিলকে স্বাগত জানিয়েছে ১৫টি দল এবং বাকি ১২টি দল তফসিলের বিষয়ে নিজেদের অবস্থান এখনো স্পষ্ট করেনি।

তফসিল ঘোষণার পরপরই বড় দলগুলোর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ এখন ভোটের প্রস্তুতিতে মাঠে রয়েছে। আর নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে আন্দোলনের গতি বাড়ানোর কথা বলেছে বিএনপি। অপর দিকে বর্তমান জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি তফসিল প্রত্যাখ্যান বা স্বাগত কিছুই জানায়নি। তবে দলটি এখনো সমঝোতার আশা ছাড়েনি।

নির্বাচন কমিশিন সূত্র মতে, এবার সংসদ নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করতে পারবেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একজন প্রার্থীর নির্বাচনী ব্যয় হবে সর্বোচ্চ ২৫ লাখ টাকা।  

এদিকে নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে আগামী রবি ও সোমবার সারা দেশে আবারও হরতাল ডেকেছে গণতন্ত্র মঞ্চ।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মার্কিন কংগ্রেস সদস্যদের বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি ও সাফল্যের কথা শোনালেন। সম্প্রতি তিনি ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেসের দুই সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস জানিয়েছে, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে অর্জিত বাংলাদেশের অসাধারণ আর্থ-সামাজিক অগ্রগতি এবং সাফল্য গাঁথা সম্পর্কে মার্কিন কংগ্রেস সদস্যদেরকে অবহিত করেন।  

ঘোষিত তফসিল অনুযায়ি মনোনয়ন দাখিল ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর, মনোমনয়ন প্রত্যাহার ১৭ ডিসেম্বর , প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর প্রচারণ শুরু ১৮ ডিসেম্বর থেকে এবং ভোট গ্রহণ ৭ জানুয়ারি ২০২৪। 

এই ছিল নির্বাচন সংক্রান্ত সর্বশেষ আমাদের কাছে থাকা আপডেট সংবাদ।