নড়াইল কণ্ঠ : “এবার নির্বাচনে যদি ফেল করেন, যদি পাস না করতে পারেন আমাদের পক্ষে আর বাস করা সম্ভব হবে না। সুতরাং ক্যান্ডিডেট যেই হোক শেখ হাসিনারই ক্যান্ডিডেট মনে করে আমাদের সবাইকে ভোট দিতে হবে”। শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেলে শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত নড়াইল জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য্য এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস বোসের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলুর পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান এমপি, সাংগাঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন এম পি, সদস্য এস এম কামাল, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ^াস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: হারুন অর রশীদ, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি মো: মফিজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাবেয়া, জেলা যুব মহিলা লীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহমুদ তুফান, সাধারণ সম্পাদক শেখ আশরাফুজ্জামান মুকুল প্রমূখ।
এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য এস কে আবু বাকের, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুর আমীর লিটু, নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।
বক্তারা, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংগঠনিক তৎপরতা জোরদার সহ নির্বাচনী কাজ শুরুর আহবান জানান।
সমাবেশ শুরুর আগে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করেন। সমাবেশে জেলার তিনটি উপজেলার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মী সমাবেশের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন: