নড়াইল কণ্ঠ : চাকরী জাতীয়করণের দাবিতে নড়াইল জেলার ৮৯টি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) অবস্থান কর্মবিরতি পালন করেছে। বুধবার ২য় দিনের মত সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি পালন করছে সিএইচসিপিরা। মঙ্গলবার থেকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি পালন করছে আন্দোলনকারীরা।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার সভাপতি সাগর সেন, সাধারণ সম্পাদক নয়ন কুমার সরকার, উপদেষ্টা ফরিদ হোসেন প্রমুখ।
এদিকে জেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত কমিউনিটি ক্লিনিকগুলি বন্ধ থাকায় হাজার হাজার রোগীরা চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছেন।