নড়াইল কণ্ঠ : জেলার লোহাগড়ায় ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আব্দুল গফফার শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। উপজেলার চাপুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, জেলার লোহাগড়া উপজেলার চাপুলিয়া গ্রামের রমজানের ছাগলে গত শুক্রবার বিকেলে বর্গাচাষি আব্দুল গফফার শেখের পাট খায়। এঘটনায় বাগবিতন্ডার এক পর্যায়ে রমজান, সরোয়ারসহ লোকজন আব্দুল গফফারের বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর যখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবন্বতি হওয়া শনিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।