নড়াইলকণ্ঠ ॥ “মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। নড়াইল পিটিআই’তে সোমবার (১৩ মার্চ) এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবীর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,পিটিআই সুপার শাহিদা খাতুন,সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম।