স্টাফ রিপোর্টার : নড়াইলে নতুন জেলা প্রশাসক হলেন মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী এবং বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানকে বদলি করা হয়েছে।
রবিবার (১২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অপর দিকে রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপ সচিব মো : আলমগীর কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়।