নড়াইল সদরের বিছালী এলাকায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব বিশ্লেষণ, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নজরুল চেতনায় উবুদ্ধ ‘ঘরামি ঘর’ এর উদ্যোগে শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী। ঘরামি ঘরের প্রতিষ্ঠাতা নজরুল গবেষক সাংবাদিক এইচ এম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবৃত্তি শিল্পী অধ্যাপক ডক্টর সবুজ শামীম আহসান, ওস্তাদ শরীফ শাহ দেওয়ান আল মেহেদী, অগ্রণী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক স্বপন কুমার বিশ্বাস, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অনিল কুমার বিশ্বাস, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বৃহত্তর যশোর প্রতিনিধি সুলতান মাহমুদ, কবি সৈয়দ খায়রুল আলম, অগ্নিবীণার সম্পাদক সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম, সাংবাদিক জিয়াউর রহমান জামি প্রমুখ। নড়াইল প্রতিনিধি