নড়াইলকণ্ঠ : বোনের মেয়ের সম্পত্তি গ্রাস করতে না পেরে মায়ের ওপর অত্যাচার করে অসহায় মাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে বাধ্য করেছে নিজ পুত্র সন্তান। পাশাপাশি মা মমতাজ আহমেদ তার নিজ পুত্রের অত্যাচার সইতে না পেরে আদালতের আশ্রয় নিয়ে ফৌজদারি মামলাও করেছেন। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা হলে আদালতে গিয়ে হাজির হয়ে জামিন পেয়ে পুত্রের অত্যাচারের মাত্রা আরও বেড়ে গিয়েছে। বৃদ্ধাশ্রমে গিয়েও মাকে নানা রকম হুমকি দিয়ে চলেছে পুত্র। এধরনের অমানবিক অভিযোগ পেয়ে সরজমিনে গিয়ে জানাযায় এমনই এক নিদারুণ ঘটনার কাহিনী। ঘটনাটা ঘটে চলেছে নড়াইল পৌরসভার দূর্গাপুর গ্রামে।
সরজমিনে গিয়ে জানা গেছে, দূর্গাপুর গ্রামের মৃত আহমদ হোসেন মোল্যার স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র রেখে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তার কন্যা শারমিন সুলতানা লিপির একমাত্র নাবালিকা কন্যার নামে নিজ বসত বাড়ির ভিটা থেকে এক শতাংশ জমি লিখে দিয়ে যান।
কন্যা শারমিন সুলতানা লিপি উক্ত এক শতাংশ জমিতে ঘর নির্মান করে বসবাস করতেন। এছাড়া লিপি নিজ অর্থে দূর্গাপুরে তিন শতাংশ জমি তার নাবালিকা কন্যার নামে ক্রয় করেন। কিছুদিন পর ভাই মো: তরিকুল ইসলাম বোন লিপির কন্যার নামীয় তিন শতাংশ জমি অন্যত্র বিক্রয় করার জন্য লিপিকে চাপ প্রয়োগ করতে থাকে। লিপি জানতে পারে যে ভাই মো: তরিকুল ইসলাম ওই জমি বেশি মূল্যে বিক্রয় করে লিপিকে কম মূল্য দিচ্ছে। লিপি বিষয়টি জানতে পেরে জমি বিক্রয়ে অসম্মতি জানালে তাকে তার কন্যাসহ বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
এসব বিষয় নিয়ে সালিশ হলেও মা মমতাজ আহমেদ এবং বোন শারমিন সুলতানা লিপি কোন সুবিচার পাননি বলে অভিযোগ করেছেন মা মমতাজ আহমেদ ও বোন শারমিন সুলতানা লিপি। ভাই মো: তরিকুল ইসলামও তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেছেন।
বিস্তারিত জানতে নিচের লিংকটি ক্লিক করুন: