নড়াইলকণ্ঠ : নাশকতার মামলায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলামসহ পৃথক দুটি মামলায় ৪২ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
এরমধ্যে সদর থানায় দায়েরকৃত মামলায় ২৮ জন এবং লোহাগড়া থানায় দায়েরকৃত অপর মামলায় ১৩ জনকে কারাগারে প্রেরণ করা হয়।
আজ ২৫ জানুয়ারি বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আলমাচ হোসেন মৃধা তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার বলেন, পৃথক দুই মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম,সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিবভী জর্জ,লোহাগড়া উপজেলা সভাপতি মোঃ নজরুল জমাদার, বিএনপির, যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ পৃথক দুই মামলায় ৪১ জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক শুনানী শেষে আসামীদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
তিনি আরও জানান, এর আগে মঙ্গলবার (২৪ জানুয়ারী) কালিয়া ও নড়াগাতি থানার ২টি মামলা বি এন পির ৪০ জন নেতাকর্মী একই আদালতে হাজিরা দিলে তাদেরকেও কারাগারে পাঠানো হয়েছে। এই দিয়ে গত দুদিনে ৪টি মামলায় ৮১জন নেতাকর্মীদের কারাগারে পাঠায় জেলা ও দায়রা জজ আদালত।
গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকায় গণসমাবেশকে কেন্দ্র করে এসব মামলা হয় বলে জানায় বিএনপির নেতারা।