নড়াইল কণ্ঠ : নড়াইলে র্যালি, আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিজিটাল সেন্টারের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়।রোববার (২৯ নভেম্বর) জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের নেতৃত্বে র্যালিটি আদালত সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রকল্পের সহযোগিতায়, নড়াইল জেলা প্রশাসন কতৃক আয়োজিত র্যালিতে বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা ও জেলার বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোগক্তরা অংশনেন।