নড়াইল: নড়াইলে ২৮টি প্রতিষ্ঠানের জলাশয়ে পোনা অবমুক্তকরণের জন্য ‘মৎস্য পোনা বিতরণ’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) নড়াইল সদর মৎস্যবীজ উৎপাদন খামারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প, মৎস্য অধিদফতর, গোপালগঞ্জ এর আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।
সদর উপজেলার মোট ২৮টি প্রতিষ্ঠানের ৭.০৩ হেক্টর জলাশয়ের জন্য মোট ৬১৯ কেজি রুই জাতীয় মৎস্য পোনা অবমুক্তকরণ এর জন্য বিতরণ করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা নড়াইল এইচ, এ বদরুল রহমান এর সভাপতিত্বে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এনামুল হক, জেলা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, মৎস্য খামারী, মৎস্য পোনা প্রাপ্ত বিভিন্ন প্রাতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।