এএমজেড হসপিটাল লি. এবং সেনা কল্যাণ সংস্থার মধ্যে সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকার এসকেএস টাওয়ারে সেনা কল্যাণ সংস্থার অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সেনা কল্যাণ সংস্থার সব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের বিশেষ মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়াসহ আরও বিভিন্ন বিষয়ে দুই পক্ষের সম্পর্ক জোরালো করতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির পর এএমজেড হাসপাতাল কর্তৃপক্ষ মানবতার কল্যাণে নিয়োজিত সেনা কল্যাণ সংস্থার সব কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারকে হাসপাতালের বর্তমান মূল্যের ওপর সর্বোচ্চ ছাড় দিয়ে বিশেষ মূল্যে চিকিৎসা সেবা দেবে।
অনুষ্ঠানে এএমজেড হাসপাতাল লিমিটেডর পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মো. জুলফিকার আলী, ডিজি রাশিদুল মজিদ চৌধুরী এবং সিনিয়র ম্যানেজার-মার্কেটিং মাঈন উদ্দিন আকাশ।
সেনা কল্যাণ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এয়ার কমোডোর মো. শাহারুল হুদা (মহাপরিচালক কল্যাণ), কর্নেল মো. আরশাদুজ্জামান খান (উপ-মহাপরিচালক, সেনা কল্যাণ টাওয়ার), ডাক্তার মেজর মো. শাহরিয়ার (উপ মহাব্যবস্থাপক-স্বাস্থ্য) এবং নাছরিন আক্তার (সহকারী মহাব্যবস্থাপক-প্রশাসন)।