ছেলে সচিব হয়েছেন। মায়ের চেয়ে বেশি আর কে-ই বা খুশি? সন্তানের এমন সাফল্যে অফিসে ছুটে এলেন মা। জানালেন ফুলেল শুভেচ্ছা। তৈরি হলো আবেগঘন পরিবেশ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।
সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারির পর দুপুরে সচিবালয়ে ছেলের অফিসে ছুটে আসেন তার মা রাবেয়া বেগম। পদোন্নতি পেয়ে সচিব হওয়ায় ফুল দিয়ে ছেলেকে শুভেচ্ছা জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কাজী ওয়াছি উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমার পদোন্নতিতে মা অনেক খুশি হয়েছেন। এজন্য অফিসে আসেন। আমার স্ত্রী মাকে নিয়ে এসেছিল।
তিনি বলেন, আমার তো আসলে অনেক আগে পদোন্নতি হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত পদোন্নতি দিয়েছেন, সেজন্য আলহামদুলিল্লাহ, সবাই খুশি।
কাজী ওয়াছি উদ্দিন আরও বলেন, মা অনেক খুশি হয়েছেন। প্রধানমন্ত্রীকে দোয়াও করেছেন।
রাবেয়া বেগমের ৭ সন্তানের মধ্যে কাজী ওয়াছি উদ্দিন দ্বিতীয়।
পদোন্নতির প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ কাজী ওয়াছি উদ্দিনের ক্ষেত্রে ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।