রাজশাহীতে ইয়াবা-ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক

32

রাজশাহীর বাগমারায় মাদকসহ নাসির উদ্দিন (২৪) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ারকান্দি ইউনিয়নের রামরামা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নাসির উদ্দিন ওই ইউনিয়নের চেউখালী গ্রামের শাখাওয়াত হোসেনের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, যুবলীগের নাম ভাঙিয়ে নাসির উদ্দিন মাদক করবারের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তার ভয়ে এলাকার কেউ মুখ খুলেন না। কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে হেনেস্তা করা হতো।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। টের পেয়ে মাদক সম্রাট সোহেল রানা পালিয়ে যান। পরে তার সহকারী নাসির উদ্দিনকে আটক করা হয়। এসময় তারা কাছ থেকে ১৯ বোতল ফেন্সিডিল ও পাঁচ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।