ঠাকুরগাঁওয়ে দুই সঙ্গীকে বাঁচাতে গিয়ে দুই শিশুর মৃত্যু

35

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো, মল্লিকা (১১) ও ময়না (৮)। শনিবার দুপুরে উপজেলার ভানোর ইউনিয়নের আরাজী দৌলতপুর গর পাড়ায় এ ঘটনা ঘটে।

মল্লিকা দৌলতপুর গ্রামের মহেন চন্দ্রের মেয়ে ও ময়না একই গ্রামের মালা রায়ের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানা পুলিশের অফিসার ইনচার্জ খায়রুল আনাম বলেন, দুপুরে দিকে বাসার পাশে পুকুরে গোসল করতে যায় মল্লিকা, ময়না, তৃপ্তি, সাথি ও সরল। হঠাৎ করেই সরল ও সাথি পানিতে ডুবে যেতে ধরলে মল্লিকা, ময়না ও তৃপ্তি তাদের বাঁচাতে এগিয়ে যায়।

এসময় তারাও পানিতে ডুবে যায়। এসময় মল্লিকা ও ময়না পানিতে ডুবে মারা যায়। তবে স্থানীয়রা বাকি তিনজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি করেছে।