৩৪তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের ২য় দ্বিবার্ষিক নির্বাচনে (২০২২-২৩) সভাপতি নির্বাচিত হয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা মো. শওকত ইকবাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মিরপুর দুয়ারীপাড়া সরকারি কলেজের প্রভাষক হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। বিকেল সাড়ে ৪টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সজল আলী কাইজেন।
কমিটির অন্য সদস্যরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি তানভীর আহমেদ সিদ্দিকী, সহ-সভাপিতি (ঢাকা মহানগর) মো. শরিফ হোসেন, সহ-সভাপতি (ঢাকা বিভাগ) বাণী হালদার, সহ-সভাপতি (চট্টগ্রাম বিভাগ) মেহেদী হাসান, সহ-সভাপতি (রংপুর বিভাগ) সোহেল আরমান সাজু, সহ-সভাপতি (ময়মনসিংহ বিভাগ) শাহিন আলম, সহ-সভাপতি (বরিশাল বিভাগ) মো. জাকির হোসেন, সহ-সভাপতি (পদ্মা বিভাগ) মো. কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. মুশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-৩ মোসা. মনিরা আক্তার, সাংগাঠনিক সম্পাদক- মো. নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মো. সোহেল সরকার এবং প্রচার সম্পাদক মো. গোলাম মোস্তফা।
প্যানেলবিহীন এই নির্বাচনে ১৭ জন একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- সহ-সভাপতি (খুলনা বিভাগ) গৌতম কুমার পাল, সহ-সভাপতি (সিলেট বিভাগ) সজিব দে, সহ-সভাপতি (রাজশাহী বিভাগ) মো: মাসুদ রানা, সহ-সভাপতি (মেঘনা বিভাগ) মো. ওমর ফারুক মজুমদার, দপ্তর সম্পাদক- মু. মুনজুরুল হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবদুল বাতেন, আইন বিষয়ক সম্পাদক শাহ আবদুল কাদির, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এস. এম সালাউদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত দাস, নারী বিষয়ক সম্পাদক রেহানা নাসরিন হ্যাপী, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মনীষ কুমার রায়, নির্বাহী সদস্য-১ মো. আহসানুল কবির, নির্বাহী সদস্য-২ নুপুর রানী দেবনাথ, নির্বাহী সদস্য-৩ মোহাম্মদ আসাদুজ্জামান, নির্বাহী সদস্য ৪ মো. আবুল হাসনাত।
এ বিষয়ে পদ্মা বিভাগের নব নির্বাচিত সহ-সভাপতি মো. কামরুল হাসান বলেন, নির্বাচন কমিশনের প্রচেষ্টা ও ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনে নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। আশা করি অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যদের মূল্যায়নের মান রাখতে পারবো।