১৩ রান তুলতেই নেই ২ উইকেট, ঘোর বিপদে ভারত

29

হারলেই চলে যেতে হবে খাদের কিনারায়। ক্ষীণ একটা সুযোগ থেকে যাবে, তবে সেটা অনেক যদি কিন্তুর বিষয়। আজ শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচে ভারতের সামনে সমীকরণটা এমনই।

তবে এমন সমীকরণ সামনে রেখে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। মহাগুরুত্বপূর্ণ টসে তো হেরেছেই, সেটা পুষিয়ে দিতে হতো ব্যাটিং দিয়ে। সেটাও হলো কই? ১৩ রানেই খুইয়ে বসেছে দুই উইকেট! এমনকি আগের দুই ম্যাচে ফিফটি করা বিরাট কোহলিও ফিরেছেন রানের খাতা খোলার আগে!

চলতি এশিয়া কাপে হংকংয়ের দুই ম্যাচ বাদে সব ম্যাচেই জিতেছে পরে ব্যাট করা দল। ফলে টসটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই টুর্নামেন্টে। বাঁচা-মরার লড়াইয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা টসে হেরেছেন এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে। শ্রীলঙ্কা অনুমিতভাবেই নিয়েছে ফিল্ডিং করার সিদ্ধান্ত।

শেষ দিকে শিশির পড়ে মাঠে, যে কারণে বোলারদের গ্রিপে সমস্যা হয় বেশ। উইকেটটাও আরও একটু ব্যাটিং-বান্ধব হয়ে যায়, সে কারণেই শুরুতে ব্যাট করা দলের জন্য ম্যাচে জেতা কঠিন হয়ে পড়ে। সেই সমস্যাটা জয় করতে হলে ভারতের দরকার ছিল বিশাল একটা পুঁজি, তার জন্য শুরুটা দারুণই হতে হতো তাদের।

তবে সেটা হয়নি রোহিতের দলের। ইনিংসের দ্বিতীয় ওভারেই আঘাত হেনেছেন মাহিশ থিকসানা। তার আর্ম বলটা সোজা লোকেশ রাহুলের ব্যাটের ভেতরের কোণা এড়িয়ে গিয়ে আঘাত হানে জুতোয়। রিভিউ করেও রাহুল রক্ষা করতে পারেননি নিজের উইকেটটা।

পরের ওভারে দিলশান মাদুশাঙ্কার বলে আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনেন কোহলি। তার করা লেন্থ বলটাকে মিড উইকেট দিয়ে আছড়ে ফেলতে চেয়েছিলেন বাউন্ডারিতে, তবে কোহলি পুরোপুরি মিস করে গেছেন বলটা। ফলে বল গিয়ে আঘাত হেনেছে স্টাম্পে। আগের দুই ম্যাচে ফিফটি করা কোহলি ফিরে গেছেন রানের খাতা খোলার আগেই।