জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল চার দিনের সফরে ঢাকায় এসেছেন

34

নড়াইলকণ্ঠ ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার প্রধান মিশেল ব্যাচেলেট চার দিনের সফরে আজ রবিবার (১৪ আগস্ট) ঢাকায় এসেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের মানবাধিকার প্রধানকে অভ্যর্থনা জানান।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন ও শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে তার বৈঠক হবে। ঢাকায় অবস্থানকালে বিস মিলনায়তনে একটি সেমিনারে বক্তৃতা করবেন তিনি।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি মর্যাদার এই কর্মকর্তার এটিই প্রথম বাংলাদেশ সফর। মিশেল ব্যাচেলেট চিলির এক শীর্ষ স্থানীয় রাজনীতিক। তিনি ১০ বছরের বেশি সময় লাতিন আমেরিকার দেশ চিলির প্রেসিডেন্ট ছিলেন। মিশেল ব্যাচেলেট মানবাধিকার ইস্যুতে জাতিসংঘ মহাসচিবকে পরামর্শ দেন। জাতিসংঘে মানবাধিকার বিষয়ক বৈঠকগুলোতেও মহাসচিবের প্রতিনিধিত্ব করেন।

এদিকে মিশেল ব্যাচেলেট ঢাকা সফরকালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সরকারকে যেন চাপ দেন, সেই আহ্বান জানিয়েছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এক বিবৃতিতে সংস্থাগুলো বলেছে, বাংলাদেশ সফরকালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং গুমসহ গুরুতর সব নির্যাতন বন্ধে প্রকাশ্যে আহ্বান জানানো উচিত ব্যাচেলেটের। হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে বুধবার বিবৃতিটি প্রকাশ করা হয়।