নড়াইলকণ্ঠ ॥ নড়াইলে পদ্মা সেতু রেল সংযোগ (পিবিআরএলপি) এ ‘চর বকজুড়ি মৌজার নন- টাইটেলড ক্ষতিগ্রস্থ’ ব্যক্তিদের বিশেষ পূনর্বাসন সুবিধার চেক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পিবিআরএলপি ফেইজ-২: ভাঙ্গা-নড়াইল-যশোর পূনর্বাসন ইউনিট রবিবার (১৪ আগস্ট) সকালে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করে।