সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন স্ক্রিম প্রকল্পের আওতায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা সদর অডিটোরিয়ামে গতকাল বৃহস্পতিবার সকালে জলমা, বটিয়াঘাটা ও গঙ্গারামপুর ইউনিয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের সাথে শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান শ্রী বিবেক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান পার্থ রায় মিঠু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রকল্পের ফিল্ড অফিসার আকাশ সাহার সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পের জেলা কর্মকর্তা শেখ জার্জিজ উল্লাহ। অনুষ্ঠানে করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের অভিজ্ঞতা ও ব্যবসা পরিচালনার পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন উদ্যোক্তা চন্দনা দাস, গীতা দাস, মঙ্গলা দাস, সাথী দাস, লিপিকা মন্ডল, মিঠু রানী দাস প্রমুখ।
প্রকল্পটি খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।