সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহযোগিতা ও হেলভেটার সুইস ইন্টারকোআপারেশন বাংলাদেশের সমন্বয়ে এবং রূপান্তর-এর আয়োজনে অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প’র পক্ষ থেকে আজ বুধবার সকাল ১০টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলা নারী উন্নয়ন ফোরামের সভা অনুষ্ঠি হয়। খুলনা জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ফারজানা নিশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মাননীয় জেলা প্রশাসক জনাব মো. মনিরুজ্জামান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ সচিব) জনাব মো. ইউসুপ আলী।
জেলা প্রশাসক জনাব মো. মনিরুজ্জামান তালুকদার নারী উন্নয়ন ফোরাম গঠনের জন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন ‘‘নারী উন্নয়ন ফোরাম গঠনের লক্ষ্য নারীর ক্ষমতায়ন। দেশে নারীর ক্ষমতায়ন অনেক গুরুত্বের সাথে দেখা হচ্ছে ও এব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। নারী উন্নয়ন ফোরাম গঠনও এই পদক্ষেপলোর একটি। আমি এই ফোরামের সকল দাবি সম্পর্কে অবগত হলাম।’’ তিনি নিয়ম ও আইনের মধ্যে থেকে নারী উন্নয়ন ফোরামের দাবি পূরণ ও সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপ সচিব) জনাব মো. ইউসুপ আলী বলেন, ইউনিয়ন পরিষদ ভিজিটের সময় আমরা লক্ষ্য রাখি যে সকল ইউপি মিটিং সঠিকভাবে হচ্ছে কিনা, সকল অংশগ্রহণকারী সঠিকভাবে উপস্থিত হয়েছে কিনা এবং বিষয়গুলি নিশ্চিত করতে করলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি পাবে। আপনাদের যে দাবি তা পূরণ না হওয়া দুঃখজনক। তিনি দাবিগুলো পূরণে উপজেলা ও ইউনিয়ন পরিদর্শনকালে সেগুলি কতটুকু বাস্তবায়ন হচ্ছে তা খেয়াল রাখার কথা বলেন।
সভায় খুলনা জেলা নারী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ১. এডিবি থেকে বরাদ্দ পাওয়া অর্থ থেকে ৩% নারী উন্নয়ন ফোরামকে স্বচ্ছতার সাথে প্রদান করা, ২. উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মোট প্রকল্পের ২৫% বিধান অনুযায়ী নারী জনপ্রতিনিধিদের দ্বারা বাস্তবায়নের সুনিশ্চিত ব্যবস্থা করা, ৩. উপজেলায় বরাদ্দ পাওয়া প্রকল্প সম্পর্কে মহিলা ভাইস চেয়ারম্যানদের বিস্তারিত অবগত করানো, ৪. উপজেলা চেয়ারম্যানগণ মহিলা ভাইস চেয়ারম্যানদের যথাযথ সম্মান ও স্বীকৃতি, ৫. উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানদের সম্মানী ভাতা নিয়মিত প্রদান করা এবং নারী চেয়ারম্যানদের যাতায়াত ভাতা পুরুষ ভাইস চেয়ারম্যানদের সমপর্যায়ে উন্নীত করা, ৬. মহিলা ভাইস চেয়ারম্যানদের অফিসিয়াল কাজের জন্য গাড়ী বরাদ্দ করা, ৭. উপজেলা পর্যায়ে মহিলা ভাইস চেয়ারম্যানদের সিগনেটরী পাওয়ার দেবার ব্যবস্থা করা, ৭. ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্যদের জনপ্রতিনিধি হিসেবে যথাযথ মূল্যায়ন করা, ৮. সামাজিক সুরক্ষা বলয় কার্যক্রমের জন্য নির্ধারিত উপকারভোগীদের তালিকাবদ্ধ ও সুবিধা প্রদানে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্যদের যথাযথভাবে সম্পৃক্ত করা, ৯. নারী জনপ্রতিনিধি সভাপতি হিসেবে বিভিন্ন প্রকল্পে দায়িত্বে থাকলে তা বাস্তবায়নসহ সামগ্রিক নিয়ন্ত্রণ তাদের কাছেই থাকতে হবে, ১০. ইউনিয়ন পরিষদ সংরক্ষিত আসন সদস্যদের জন্য রুম বরাদ্দ করা ও ১১. নারী প্রতিনিধিদের সম্মানী ভাতা বৃদ্ধি করা দাবি উপস্থাপন করা হয়।
সভা পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা এবং নারী উন্নয়ন ফোরাম গঠন ও পরিচালন গাইডলাইন উপস্থাপন করেন আইচগাতি ইউনিয়ন পরিষদ সদস্য আকলিমা খাতুন তুলি। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন, দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন সংরক্ষিত সদস্য পলি আক্তার, ফুলতলা ইউনিয়ন সংরক্ষিত সদস্য সোনালী আক্তার, বটিয়াঘাটা ইউনিয়ন সংরক্ষিত সদস্য রমা রানী মন্ডল প্রমুখ। সভায় খুলনা জেলার সকল উপজেলার নারী জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।