ঈদুল আজহা উপলক্ষে এনটিভিতে আজ ঈদের তৃতীয় দিনে প্রচার হবে বিশেষ একক নাটক ‘অস্থির দম্পতি’। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হওয়া এ নাটকে জুটি বেঁধে হাজির হবেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী জে এস হিমি।
পাপ্পু রাজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুসফির রনি। এতে আরও অভিনয় করেছেন মাসুম বাশার, শেখা স্বপ্না প্রমূখ।
পরিচালক জানান, নাটকের গল্পে দেখা যাবে, সদ্য বিয়ে সম্পন্ন হওয়া নব দম্পতি ফাহিম আর মালিহার বন্ধু-বান্ধবীর ঝগড়া, নিজেদের ব্যক্তিগত ঝগড়ার মধ্য দিয়ে। সেদিনই তারা সিদ্ধান্ত নেয়, এই বিয়ে তারা মানে না। তখনই ডির্ভোস দেয়ার হুমকি দিলে দুই পরিবার এক হয়ে তাদের বুঝিয়ে বিয়েটা অক্ষত রাখে।
নতুন বৌ নিয়ে বাসায় যাবার পথে গাড়ি ব্রেকফেল করলে মালিহার সন্দেহ আরো বেড়ে যায়। মালিহা মনেকরে ফাহিম তার উপর প্রতিশোধ নিতে এই কাজ করেছে। ছেলে এবং ছেলের বৌকে নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক করার জন্য ফাহিমের বাবা-মা বাসা থেকে গ্রামে চলে যায়। শুরু হয় ফাহিম আর মালিহার কে কাকে কত বেশি যন্ত্রণা দিতে পারে এই প্রতিযোগিতা।
সেই যন্ত্রণার শেষ কোথায় জানতে হলে দেখতে হবে ‘অস্থির দম্পতি’।