‘আইপিএলে ছুটি নাওনি, দেশের হয়ে খেলতে বিশ্রাম কেন?’

24

দেশ আগে নাকি আইপিএল? টাকার কাছে যেন নতজানু হয়ে পড়েছেন বর্তমান সময়ের ক্রিকেটাররা। আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য তারা দেশের খেলা বাদ দিতেও পিছপা হচ্ছেন না।

আইপিএলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের খেলা আসলেই বিশ্রামের কথা তুলছেন ভারতীয় ক্রিকেটাররাও। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও (বিসিসিআই) তাতে সম্মতি দিচ্ছে। যে বিষয়টি একদমই পছন্দ হচ্ছে না দেশটির কিংবদন্তি ব্যাটার সুনিল গাভাস্কারের।

রোটেশন পদ্ধতিতে এখন এক এক সিরিজে এক ক্রিকেটারকে খেলাচ্ছে ভারত। রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং রিশাভ পান্তের মতো আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ও সিনিয়র ক্রিকেটারকে চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।

সুনিল গাভাস্কার বলেন, ‘আমি খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে একমত নই। আইপিএল চলাকালীন বিশ্রাম না নেওয়ার পরে, ভারতের হয়ে খেলার সময় কেন বিশ্রাম চাইছেন? আমি এই বিষয়টার সঙ্গে একমত নই।’

শোনা যাচ্ছে, ফর্মের বাইরে থাকা বিরাট কোহলি পুরো ওয়েস্ট ইন্ডিজ সফরেই বিশ্রাম চেয়েছেন। যার মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও রয়েছে। টেস্ট না হয় মানা যায়, টি-টোয়েন্টির মতো ছোট ফরম্যাটেও বিশ্রাম কেন?

গাভাস্কার বলেন, ‘ভারতের হয়ে খেলতে হবে। আপনি ধকল নিয়ে কথা বলতে পারে না, যখন টি-টোয়েন্টিতে এক ইনিংসে মাত্র ২০ ওভার থাকে। এটি আপনার শরীরকে প্রভাবিত করে না। টেস্ট ম্যাচে মন ও শরীরের ক্লান্তি বেশি থাকতে পারে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে খুব একটা সমস্যা আছে বলে মনে করি না।’

টেস্ট ক্রিকেটে দশ হাজার রান করা প্রথম ব্যাটার গাভাস্কার কঠোর হতে বললেন ভারতীয় বোর্ডকে। তার ভাষায়, ‘বিসিসিআই-এর এই বিশ্রাম নীতিতে হস্তক্ষেপ করার সময় এসেছে। যা এখন ভারতীয় ক্রিকেটে একটি সাধারণ প্র্যাকটিসে পরিণত হয়েছে। ক্রিকেটাররা প্রয়োজন ছাড়া বিশ্রাম চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।’