চীনে বেল্ট অ্যান্ড রোড ফোরামে বাংলাদেশি শিক্ষার্থী ছাইয়েদুল

15

বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম তৃতীয় বেল্ট অ্যান্ড রোড কমার্শিয়াল ল (ইয়েলো রিভার) ফোরামে অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার ফোরামটি চীনের গানসু প্রদেশের রাজধানী লানঝো শহরের অবস্থিত ওয়ান্ডা ভিস্তা হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হয়।


মোহাম্মদ ছাইয়েদুল চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

ফোরামের মূল প্রতিপাদ্য ছিল, ‘আন্তর্জাতিক বাণিজ্যে আইনি ঝুঁকি প্রতিরোধ এবং বৈচিত্র্যপূর্ণ বিরোধ সমাধান।’

এর আয়োজন করে, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি), পিপলস গভর্নমেন্ট অব গানসু প্রভিন্স, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ডিসপিউট প্রিভেনশন অ্যান্ড সেটেলমেন্ট অর্গানাইজেশন।

ছাইয়েদুল বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হয়ে, চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের (সিসিপিআইটি) গানসু প্রাদেশিক কমিটির আমন্ত্রণে একজন প্যানেল আলোচক হিসেবে ফোরামে অংশগ্রহণ করেন।

ফোরামে বক্তব্য রাখেন, গানসু প্রদেশের ভাইস গভর্নর হ ওয়েই, কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) লিডারশিপ গ্রুপের সদস্য এবং সিসিপিআইটির ভাইস চেয়ারম্যান খ্যা লিয়াংডংসহ আরও অনেকে।

ছাইয়েদুল বর্তমানে চীন সরকারে স্কলারশিপে পিএইচডি প্রোগ্রামে ইন্টারন্যাশনাল ট্রেড মেজরে অধ্যয়ন করছেন। উচ্চতর শিক্ষাগ্রহণের জন্য ২০১৮ সালে চীন সরকারে স্কলারশিপে মাস্টার্স প্রোগ্রামে ইন্টারন্যাশনাল বিজনেস মেজরে ভর্তি হন তিনি।

এছাড়া তিনি বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো, এবং চীনের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের বেল্ট অ্যান্ড রোড রিসার্চ ইনস্টিটিউটের সমন্বয়ক ও গবেষক হিসেবে নিয়োজিত আছেন।

ছাইয়েদুল ইসলামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামে। বাবার নাম মোহাম্মদ লুৎফর রহমান বারিক। দুই ভাই বোনের মধ্যে তিনিই বড়।