সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার (৯ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
আমিরাতের সাতটি প্রদেশসহ প্রধান শহরগুলোতে সকাল ৫টা ৪৮ মিনিট থেকে ৬ টা ২ মিনিটের মধ্যে ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে স্থানীয় আমিরাতের নাগরিকসহ বিভিন্ন দেশের লাখ লাখ প্রবাসীদের মধ্যে আমিরাতে অবস্থানরত হাজার হাজার প্রবাসীরা ঈদের নামাজ আদায় করেন।
করোনার স্বাস্থ্যবিধি মেনে মসজিদ ও ঈদগাহগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শুরুর ১৫ মিনিট আগে মসজিদ ও ঈদগাহগুলো খুলে দেওয়া হয় এবং নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যায়। নামাজ শেষে মুসলিম বিশ্বের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
বরবারের মতো এবারও প্রত্যেক মুসল্লিকে ঘর থেকে ওজু করে আসতে হয়। এছাড়াও মুসল্লিদের মুখে মাস্ক এবং নামাজের জন্য নিজ নিজ জায়নামাজ সঙ্গে নিয়ে আসতে হয়।
আমিরাতের বিভিন্ন শহরের মধ্যে আবুধাবিতে ৫টা ৫৭ মিনিটে, আল-আইনয়ে ৫টা ৫১ মিনিটে, মাদিনা জায়েদে ৬টা ২ মিনিটে, দুবাইয়ে ৫টা ৫২ মিনিটে, শারজায় ৫টা ৫১ মিনিটে, রাস-আল খাইমাহতে ৫টা ৪৮ মিনিটে, ফুজিরাহতে ৫টা ৪৮ মিনিটে, উম আল কূইয়ানে ৫টা ৫০ মিনিটে এবং আজমানে ৫টা ৫১ মিনিটে ঈদের জামাত শুরু হয়।