বিকল্পধারা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, যুক্তরাজ্য শাখার সভাপতি, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে বাংলাদেশ ও ব্রিটেনসহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন।
আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন এক শুভেচ্ছাবাণীতে বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর ‘ত্যাগের উৎসব’ বা পবিত্র ঈদ উল আযহা আবারও ফিরে এসেছে মুসলিম জাহানে। আমি মুসলিম উম্মাহর পবিত্র এই উৎসবের প্রাক্কালে সকলকে জানাই ঈদ মোবারক আস সালাম।
শুভেচ্ছাবাণীতে বিকল্পধারা ইউকে এর সভাপতি ও লিবডেমের স্থানীয় activist আরও বলেন, এই পবিত্র দিনটি বিশ্ববাসীর জন্য বয়ে আনুক, সুখ-শান্তি ও সমৃদ্ধির বার্তা।
Home আন্তর্জাতিক ঈদুল আযহা উপলক্ষ্যে বিকল্পধারা UK সভাপতি ও স্থানীয় লিবডেম activist অহিদ উদ্দিনের...