তোমার চোখে ঘুম
পাপড়িতে দুটি নীল প্রজাপতি
মৃত্তিকা শরীর –
শুষ্ক,জীবনের খেলা
বৃষ্টি নামবে অবিশ্রান্ত
অঙ্কুরিত হবে নব প্রাণ।
তোমার চোখ খুলবে,
আয়তপ্রেমের দোলনা,
ঘুর্ণিঝড়ঠৌঁটে অগ্নিস্ফুলিঙ্গ
মৃত্তিকা শরীর অনির্বাণ।
থোকা থোকা গোলাপসৌরভ,
বুঝি মাতাল
স্নিগ্ধ চাঁদ বোধ হয় উষ্ণ
কলকল শব্দ, এই তো
শিউলি শিউলি নরম।