রংপুরের কাউনিয়ায় লাইসেন্সবিহীন চিপস কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউপি) তাহমিনা তারিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় লাইসেন্সবিহীন চিপস কারাখানায় পণ্য উৎপাদনের অপরাধে কারখানার মালিক মফিজুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ও অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মফিজুল ইসলাম উপজেলার বারপাড়া ইউনিয়নের নিজ পাড়া গ্রামের আবদুল ওহাবের ছেলে।
jagonews24
ইউএনও তাহমিনা তারিন জানান, ‘শহীদবাগ ইউনিয়নের বেইলি ব্রিজ বাজার এলাকায় লাইসেন্সবিহীন একটি কারখানায় অবৈধভাবে চিপস, লিচিসহ বিভিন্ন পণ্য উৎপাদর করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে লাইসেন্স না থাকায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ‘সেই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওই কারখানার মালিকের এক মাসের কারাদণ্ড ও অনাদায়ে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’