স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সন্ত্রাসের তীব্র নিন্দা প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) নড়াইলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বেলা ১১ টায় নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইল- যশোর সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে সাংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুন্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, নড়াইলের পৌর মেয়র আনজুমান আরা, হিউম্যান রাইটস ডিফেন্ডোর্স ফোরামের সভাপতি বীরমুক্তিযোদ্ধ এসএ মতিন,নড়াইলকণ্ঠ পত্রিকার সম্পাদক কাজী হাফিজুর রহমান, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক মলয় কান্তি নন্দী, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট রওশন আরা লিলি, পৌর কাউন্সিলর ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, সাংবাদিক কার্ত্তিক দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শামীমূল ইসলাম টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বপন, জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী বশির, সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের প্রীতশ বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম প্রমুখ।
এ মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে নড়াইল প্রেসক্লাব, স্থানীয় বেসরকারি উন্নয়ন ও মানাধিকার সংগঠন স্বাবলম্বী ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ)।
বক্তরা সাম্প্রদায়িক সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।