স্টাফ রিপোর্টার ॥ শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনের সড়কে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় হিউম্যান রাইটস ডিফের্ন্ডাস ফোরাম (এইচআরডিএফ) নড়াইলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
এ মানববন্ধন কর্মসূচিতে নড়াইলের সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় শতাধিক মানুষ অংশ নেয় ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এইচএআরডিএফ-নড়াইলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন, সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক কার্তিক দাস, প্রফেসর মলয় কান্তি নন্দী, সাইফুল ইসলাম তুহিন প্রমুখ।
বক্তরা সাম্প্রদায়িক সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।