স্টাফ রিপোর্টার : নড়াইলে করোনায় ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়াতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ মে) জেলা প্রশাসনের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বিশেষ উপহার খাদ্য সামগ্রীর প্যাকেট ২৫০ পরিবারের মাঝে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল ও ২টি সাবান দেয়া হয়।
উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবে এপর্যন্ত নড়াইল সদরে প্রায় ১১৫০টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ খাদ্য সামগ্রী প্রাপ্তরা।