নড়াইলের ডিসি’র আর্থিক সহায়তা পেল ১১৫জন সাংবাদিক

69

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ১১৫জন সাংবাদিকের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সা:) মো. ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফখরুল আলম, সহকারি কমিশনার (আইসিটি) আব্দুল্লাহ বিন শাফিক প্রমুখ।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে দুপুর ২টায় এবং বিকাল ৩টায় ১১৫ জন সাংবাদিক উপস্থিত হয়ে জেলা প্রশাসকের নিকট থেকে এ আর্থিক সহায়তা গ্রহণ করেন।