নড়াইল কণ্ঠ : নাশকতা ও পুলিশের ওপর হামলা মামলায় নড়াইল সদর উপজেলা জামায়াতের সাবেক আমীর মোঃ সাইফুল্লাহকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে অভিযান চালিয়ে নড়াইল শহর থেকে তাকে গ্রেফতার করে।
নড়াইলের ডিবি পুলিশের এসআই রেজা জানান, নাশকতা ও শহরের ডুমুরতলা এলাকায় পুলিশের ওপর হামলা মামলায় সাইফুল্লাহকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, আজ ভোর রাত পর্যন্ত গত ২৪ ঘন্টায় জামায়াত নেতা সাইফুল্লাহ ছাড়াও বিভিন্ন মামলা ও অভিযোগে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে আরও ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে নড়াইল সদর থানয়ায় ১০ জন, লোহাগড়া থানায় ৮ জন, কালিয়া থানায় ৭ জন এবং নড়াগাতী থানায় ৪জন।