ডেস্ক রিপোর্ট: জেলার পশ্চিম ভবানীপুরস্থ আদর্শ ব্রাদার্স (এবিবি) পৌরসভায় অবৈধ ইটভাটা গড়ে উঠেছ। বর্তমানে এ জেলায় মোট ইটভাটা রয়েছে ৮৪ টি তার মধ্যে অবৈধ আছে ৭টি।
শনিবার সকালে জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবউল্লা বাহার ও ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচ এম রাশেদের যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় ৫০হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয় ।মালিক পক্ষ জরিমার পরিশোধ করেন ।
জেলার বসতবাড়ী থাকায় মালিক ফরুক হোসেন, আজিজ সরদার দুই মালিক দীর্ঘ ৭ বছর যাবৎ পরিবেশের ছাড়পত্র এবং ট্রেড লাইসেন্স, জেলা প্রশাসক অফিস থেকে কোনও প্রকার বৈধ কাগজপত্র নাথাকায় যৌথ আদলত গঠিত মালিককের ইটভাটাটি ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
জেলার ম্যাজিষ্ট্রেট মো.হাবিবউল্লা বাহার জানান, আমাদের আইনের প্রতি সন্মান রেখেই যৌথ আভিযান পরিচালনা করে জেলায় যে সকল অবৈধ ইটভাটার জন্যই আজকের এই অভিযান আমাদের এ অভিযান চালমান থাকবে।