নড়াইল কণ্ঠ : ‘প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান আমাদের অঙ্গীকার’ ‘ভিন্নমত ভিন্নপথ, সবাই মিলে একহাত’ এই শ্লোগানকে সামনে রেখে এক ব্যতিক্রমি জনতার মুখোমুখি সংলাপ অনুষ্ঠান করেছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা রোববার (০২ আগস্ট) বেলা ১১টায় শিল্পকলা অডিটোরিয়ামে ভিন্ন ধর্মী এই অনুষ্ঠানে সমাজ উন্নয়ন, দুর্নীতিসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বিভিন্ন প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, ‘বেশির ভাগ শিক্ষিত মানুষই দুর্নীতির সঙ্গে জড়িত। আপনারা যাঁরা সমাজের তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে চলেছেন, দেশপ্রেমিক আপনারাই। আপনাদের স্যালুট জানাই।’ আপনাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার দায়িত্ব আপনার-আমার সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সোনার বাংলায় গড়ে তুলতে নিরলস কাজ করে চলেছেন। আসুন আমরা দুহাত বাড়িয়ে তাঁর উন্নয়নের জোয়ারকে এগিয়ে নিয়ে যাই।’
প্রায় তিন ঘণ্টা ধরে চলে অনুষ্ঠানের কার্যক্রম। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রনেতা কাজী আরিফুর রহমান।