নড়াইল কণ্ঠ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ দুটি হবে এশিয়া একাদশ ও বিশ্বএকাদশের মধ্যে। ভারতীয় গণামধ্যম বলছে, এই ম্যাচে এশিয়া একাদশের হয়ে খেলতে পাকিস্তানি কোন ক্রিকেটারকে ডাকা হবে না।
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএসকে ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিব জয়েশ জর্জ বলেন, ‘(বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনের ম্যাচে) এশিয়া একাদশে কোন পাকিস্তানি ক্রিকেটার থাকবে না বলেই জেনেছি আমরা। আর এই দুই দেশের ক্রিকেটাররা এক সঙ্গে খেলবেন তার সম্ভবনা নেই। এশিয়া একাদশের হয়ে ভারতের কোন পাঁচজন ক্রিকেটার খেলবেন তা নির্ধারণ করে দিবেন সৌরভ গাঙ্গুলি।’
তবে বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, পাকিস্তানি ক্রিকেটার রাখা হবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘পাকিস্তানি ক্রিকেটারদের ডাকা হবে না, বিষয়টি এমন নয়। আসলে ওই সময়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা চলবে। ফলে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছেন তেমন কথা। পাপন জানান, অন্য বোর্ডগুলো চাইলেও পিএসএলের কারণে পাকিস্তান ক্রিকেটার পাঠাতে চায়নি।
তিনি বলেন, ‘আমরা বাকি সব বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছি, তারা রেসপন্স পাঠিয়েছে। পাকিস্তান একমাত্র দেশ যারা বলছে, তারিখটা তাদের পিএসএলের সঙ্গে সাংঘর্ষিক। ওরা তারিখটা পরিবর্তন করতে বলেছে। কিন্তু আমাদের তারিখ চূড়ান্ত। এরপর তারা কোন রেসপন্স করেনি।’