নড়াইল কণ্ঠ : ঢাকা থেকে হানিফ পরিবহণে নড়াইলে ফেরার পথে ডেঙ্গুতে আক্রান্ত এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর রাতে নড়াইলের কালনা ঘাটে পৌছানোর পর ওই যাত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মৃত ব্যক্তির নাম ইকরাম হোসেন (৪০)। বাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে। বাবার নাম জব্বার শেখ। তিনি ঢাকায় একটি কোম্পানীতে সিকিউরিটি গার্ডে চাকুরী করতেন।
মৃত ইকরাম হোসেনের চাচাতো ভাই কবির হোসেন জানান, ঢাকায় একটি কোম্পানীতে সিকিউরিটি গার্ডের চাকুরী করতো ইকরাম। গ্রামের বাড়িতে তার স্ত্রী, একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ইকরাম ঢাকায় একা থাকতেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে দেখাশোনার কেউ না থাকায় তিনি অসুস্থ্য অবস্থায় বুধবার রাতে ঢাকার আব্দুল্লাহপুর হতে হানিফ পরিবহণে ওঠেন।
হানিফ পরিবহণের নড়াইলের রূপগঞ্জ কাউন্টারের ম্যানেজার আকবর মন্ডল জানান, ডেঙ্গুরোগে আক্রান্ত ওই যাত্রী দৌলদিয়া ঘাটে পৌছানোর পরও কথা বলেছেন। কিন্তু কালনা ফেরিঘাটে পৌছানোর পর তার কোন সাড়া পাওয়া যায়নি। এ সময় অন্যান্য যাত্রীরা তার গায়ে হাত দিয়ে দেখেন তিনি মারা গেছেন।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) হরিদাস রায় বলেন, সংবাদ শোনার পর মৃহদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তার সঙ্গে কিছু ওষুধ, আনারস ও মোবাইলসহ ব্যাগ ছিল। পরিবারের সদস্যদের কোন আপত্তি না থাকায় মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।