নড়াইল কণ্ঠ : নড়াইল আওয়ামী লীগের বিশিষ্ট নেতা ৩নং চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আজিজুর রহমান ভূঁয়ার মা বাধ্যকজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে নড়াইল শহরের বাসায় তিনি ইন্তেকাল করেন। তিনি ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-পুতা-পুতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমার নামাযে জানাযা সোমবার বিকালে আছর বাদ গ্রামের বাড়ি সীমানন্দপুর মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নড়াইল পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
উল্লেখ্য, আগামি ১৮ জুলাই বৃহস্পতিবার মরহুমার নিজ গ্রামের বাড়িতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকলের নিকট মরহুমার আত্মার শান্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।