নড়াইল কণ্ঠ : নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া এলাকায় মুক্তিযোদ্ধা ও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আবুল কালাম আজাদ এর নামফলক ভেঙ্গে ফেলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মে) বেলা ১১টার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আকরাম মোল্যা, কলাবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আব্দুস সবুর ফকির, কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের মেম্বার হেকমত আলী, কলাবাড়িয়া গ্রামের দুলিনা বেগম দুলি, বিউটি সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (১৭ মে) গভীর রাতে নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া কবরস্থান মোড়ে মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল কালাম আজাদের নামে নির্মিত গেটের নামফলক ভেঙ্গে ফেলে প্রতিপক্ষরা। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষিদের বিচার দাবি করেন। এদিকে নড়াগাতি থানার ওসি বেলায়েত হোসেন জানান, এ ঘটনায় জসিম শেখ নামে একজনকে আটক করা হয়েছে।