বৃষ্টিতে বন্ধ ইডেনে নাইট-কিংসের লড়াই৷ ৮.২ ওভার পরই ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা৷ কিংস ইলেভেনের স্কোর ৯৬/০৷ সুতরাং আর ম্যাচ শুরু না-হলে জিতে যাবে কিংস ইলেভেন পঞ্জাব৷কারণ এ সময় তারা এগিয়ে রয়েছে ৩১ রানে৷ ৮.২ ওভারে জয়ের জন্য গেইলদের করতে হত বিনা উইকেটে ৬৫ রান৷
৮ ওভার শেষে কিংস ইলেভেন ৮৯/০৷
পাওয়ার প্লে শেষে কিংস ইলেভেন ৭৩/০৷ রাহুল ৩৭, গেইল ৩৫৷
৫ ওভার শেষে কিংস ইলেভেন ৬২/০৷ গেইল ৩৪ ও রাহুল ২৭৷
চতুর্থ ওভারেই হাফ-সেঞ্চুরি কিংসদের..৷
৩ ওবার শেষে কিংস ইলেভেন ৩৯/০৷
দ্বিতীয় ওভার করেন আন্দ্রে রাসেল৷ প্রথম ওভারে ১৩ রান দেন রাসেল৷
রাহুলের জোড়া বাউন্ডারিতে প্রথম ওভারে ৯ রান তুলল কিংস৷
জোড়া বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু কিংস ইলেভেন পঞ্জাবের৷
শুরু থেকেই আক্রমণাত্মক দুই কিংস ওপেনার লোকেশ রাহুল ও ক্রিস গেইল৷
নাইটদের হয়ে বোলিং ওপেন করলেন শিভম মাভি৷
নাইট বোলিংদের বিরুদ্ধে ১৯২ রান তাড়া করতে নামল গেইল কোম্পানি৷