• 06 May, 2024

১১ অক্টোবর বি চৌধুরীর ৯৪তম জন্মদিন

১১ অক্টোবর বি চৌধুরীর ৯৪তম জন্মদিন

বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং সাবেক রাষ্ট্রপতি, খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী আগামী ১১অক্টোবর বুধবার ৯৪ বছরে পা রাখতে চলেছেন ।

 সোমবার (৯অক্টোবর) তার নিজ বাস ভবনে জন্মদিন পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সহ-সভাপতি মহসিন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওবায়দুর রহমান মৃধা, দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম, কেন্দ্রীয় বিকল্প শ্রমজীবীধারা’র সভাপতি আইনুল হক, সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শাহ আলম শাহীন,যুবধারার মাজহারুল ইসলাম শিহাব প্রমুখ। বি চৌধুরীর সংক্ষিপ্ত জীবনী: কর্মময় বর্ণাঢ্য জীবনের অধিকারী বি. চৌধুরী ১৯৩০ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে মাতুলালয়ে (প্রখ্যাত মুন্সেফ বাড়ি) জন্মগ্রহণ করেন। দলীয় সূত্র জানায়, সাবেক এই রাষ্ট্রপতির ৯৪তম জন্মদিন উপলক্ষে বিকল্পধারা বাংলাদেশ বারিধারার নিজ বাসভবনে ১১ অক্টোবর সকাল ১১ ঘটিকায় বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে- কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা। বি. চৌধুরী'র বাবা অ্যাডভোকেট কফিলউদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহ-সভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে। বি.চৌধুরী একজন কৃতি ছাত্র। ১৯৪৭ সালে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট গ্রেগরি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে ঢাকা কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাস করেন। ১৯৫৪-৫৫ সালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) থেকে তিনি এমবিবিএস ডিগ্রি লাভ করেন। সব পরীক্ষাতেই তিনি মেধা তালিকায় ছিলেন। বি.চৌধুরী যুক্তরাজ্যের তিনটি মেডিকেল - রয়েল কলেজ অব ফিজিশিয়ানস্, লন্ডন, এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো- এফ.আর.সি.পি এবং বাংলাদেশের (সম্মানিত) এফ.সি.পি.এস। তিনি রোগ বিজ্ঞানে দেশের একজন শীর্ষস্থানীয় অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগ বিজ্ঞান বিষয়ে টিভি অনুষ্ঠানের রেকর্ডঅর্জনকারী জনপ্রিয় উপস্থাপক ছিলেন। সফল পার্লামেন্টেরিয়ান বি. চৌধুরী জাতিসংঘে তিনবার বক্তৃতা করেন। তিনি স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এবং সুলেখক হিসাবে বহু গ্রন্থের প্রণেতা। বি. চৌধুরী ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত। বর্তমানে তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তাঁর সহধর্মীনি হাসিনা ওয়ার্দা চৌধুরী। অধ্যাপক চৌধুরী দুই মেয়ে ও এক ছেলের পিতা। তার বড় মেয়ে মুনা চৌধুরী ব্যারিস্টার। ছোট মেয়ে শায়লা চৌধুরী পেশায় চিকিৎসক এবং ঢাকার উত্তরা মহিলা মেডিক্যাল কলেজে অধ্যাপনা করছেন। একমাত্র ছেলে মাহী. বি. চৌধুরী রাজনীতিবিদ, মুন্সিগঞ্জ - ১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং মিডিয়া ব্যক্তিত্ব। এছাড়া তিনি উত্তরা মহিলা মেডিকেল কলেজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দক্ষতার সাথে পালন করছেন।