খোলাহাটিতে ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে চলছে অবৈধ লটারী ও সার্কাসে নগ্ন নৃত্যের মহোৎসব
রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: নামেই শুধু খোলাহাটী ক্ষুদ্র কুটির শিল্প ও বানিজ্য মেলা। বাস্তবে নেই কোন উল্লেখযোগ্য কুঠির শিল্পের প্রদর্শন। যা আছে তা হলো অবৈধ লটারীর ব্যবসা ও সার্কাস এ নগ্ন নৃত্যের মহোৎসব। দিনাজপুরের পার্বতীপুরের সীমান্ত ঘেষা বদরগঞ্জের হাসিনা নগরস্থ একটি বিস্তীর্ন মাঠে গত ১৮ আগস্ট থেকে শুরু হয়েছে তথাকথিত শিল্প ও বাণিজ্য মেলার নামে এসব অবৈধ কারবার।