অপরাধ নির্মূলে তথ্য দিন, নিরাপদ থাকুন : জেলা পুলিশ নড়াইল । নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে বিট পুলিশিং, আইন শৃঙ্খলা বিষয়ক ও সরকারী নতুন সিম আগামী ১/১০/২০20 ইং হইতে চালুকরণ বিষয়ক প্রেসব্রিফিং এ তথ্য জানান হয়।
বাউল শব্দটি আলোচনায় আসলেই সাধারণভাবে মানুষ সংসার ত্যাগী উদভ্রান্ত পথশিল্পীর কথা অন্তরে এঁকে নেয়। কিন্তু এস এম সুলতান যেহেতু একজন সংগীতশিল্পী নন সেহেতু বাউল...