নড়াইল কণ্ঠ : নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজা তাঁর ব্যক্তিগত টাকায় নড়াইলের লোহাগড়া উপজেলার ৩৪টি এতিমখানায় খাদ্যসামগী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে এসব খাদ্যসামগী
এতিমদের জন্য এতিমখানার তত্ত্বাবধায়কদের কাছে এগুলো তুলে দেওয়া হয়।
সাংসদ মাশরাফির পক্ষে এগুলো বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, সহসভাপতি এ কে এম ফয়জুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আব্দুল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন প্রমুখ।