নড়াইল কণ্ঠ : সামাজিক দুরুত্ব বজায় রেখে দ্রুত বাজারের কাজ শেষ করে বাসায় ফিরে যেতে স্থানীয় বাজারগুলোতে মাইকিং কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনা সদস্যরা।
বাউল শব্দটি আলোচনায় আসলেই সাধারণভাবে মানুষ সংসার ত্যাগী উদভ্রান্ত পথশিল্পীর কথা অন্তরে এঁকে নেয়। কিন্তু এস এম সুলতান যেহেতু একজন সংগীতশিল্পী নন সেহেতু বাউল...